ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

লঘুচাপের প্রভাবে আজও হতে পারে বৃষ্টি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৮, ১৩ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত আছে।

লঘুচাপের প্রভাবে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি ও বজ্রপাত অব্যাহত থাকতে পারে। আগামী দুই দিন সারা দেশে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় হয়ে উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় আছে। এর প্রভাবে সোমবার রাত থেকে দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। মঙ্গলবারও খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া ঢাকা, রাজশাহী ও সিলেট বিভাগের কয়েকটি জায়গায়ও বৃষ্টির সম্ভাবনা আছে। এসব জায়গায় ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।


এনএম


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি